খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের নিবিড় সম্পর্ক ছিলো। বঙ্গবন্ধুও তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। দলীয় ও জাতীয় সকল কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহন করতেন। এবং নেতাকর্মীদেরকেও অংশগ্রহণ করতে উৎসাহ দিতেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হয়েও তিনি নিজেকে গুটিয়ে রাখতেন। কখনও নিজেকে জাহির করতেন না। দলের স্বার্থে তিনি দলীয় নেতাকর্মীদের মামলার ফি নিতেন না। দলের প্রতি তিনি অঘাত আস্থা নিয়েই রাজনীতি করেছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদারের স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, শেখ মো. আব্দুল আজিজ, শেখ জাহিদুল হক, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, শেখ এশারুল হক, মো. জাকির হোসেন, মুন্সি মো. সেলিম আহমেদ, মো. মোতালেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এম এ নাসিম এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন সুলতানা, শেখ নজিবুল ইসলাম নজিব, মীর বরকত আলী, কাউন্সিলর কনিকা সাহা, মো. আবুল হোসেন, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী, রেখা খানম, সফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শহীদুল হাসান, মো. আমিরুল ইসলাম বাবু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, ইয়াসির আরাফাত, মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহীম।
খুলনা গেজেট/কেডি