খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

‘এখন কৌতুক করা কঠিন’

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। গত প্রায় তিন দশক ধরে কৌতুক অভিনয়ের সঙ্গে জড়িত। ১৯৯৪ সালে শুরু হওয়া সিটকম টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ থেকে শুরু করে হালের নেটফ্লিক্সের ‘মার্ডার মিস্ট্রি ২’ সবখানেই নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যানিস্টন জানান, কৌতুক এখন এতটাই বিকশিত হয়েছে যে আজকাল মজাদার হওয়া কিছুটা কঠিন। তার কথায়, ‘এখন কৌতুক করা কঠিন। কারণ আপনাকে খুব সতর্ক থাকতে হয়। যা একজন কৌতুক অভিনেতার কাজকে সত্যিই কঠিন করে তোলে। কৌতুকের সৌন্দর্য হলো যে আমরা নিজেদেরকে নিয়ে মজা করি, জীবনকে নিয়ে মজা করি। অতীতে আপনি একটি ধর্মান্ধ বিষয় সম্পর্কে রসিকতা করতে পারতেন এবং হাসতে পারতেন। কিছু মানুষ কতটা হাস্যকর ছিল সে সম্পর্কে মানুষকে শিক্ষিত করার বিষয় ছিল ওখানে। কিন্তু এখন আমাদের ওই ধরনের কৌতুক করার অনুমতি নেই।’

অ্যানিস্টন আরও বলেন, “একটি পুরো প্রজন্মের মানুষ, বাচ্চারা, যারা এখন ‘ফ্রেন্ডস’-এর পুরোনো পর্ব দেখছে, তাদের কাছে সেটা আপত্তিকর বলে মনে হচ্ছে। এমন কিছু জিনিস ছিল যা কখনোই ইচ্ছাকৃত ছিল না। ঠিক আছে, আমাদের এটি চিন্তা করা উচিত ছিল। তবে আমি মনে করি না যে এখনকার মতো আগে এমন সংবেদনশীলতা ছিল।”

বাস্তব জীবনে সবারই হাস্যরসের প্রয়োজন আছে জানিয়ে অ্যানিস্টনের ভাষ্য, ‘প্রত্যেকেরই মজা দরকার। বিশ্বের হাস্যরস প্রয়োজন। আমরা নিজেদেরকে খুব সিরিয়াসলি নিতে পারি না। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে সবাই অনেক বেশি বিভক্ত।’

তবে অনেকেই জেনিফার অ্যানিস্টনের মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এই যেমন ‘ফ্রেন্ডস’-এর অভিনেত্রী লিসা কুদ্রো শোটিতে বৈচিত্র্যের অভাব রয়েছে বলে গত বছর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যদি শোটি (ফ্রেন্ডস) কখনো ফিরে আসে বা পুনরায় তৈরি করা হয় তবে এটি সম্পূর্ণ সাদা বর্ণের কাস্ট হবে না।’

গত জুলাইয়ে ‘ফ্রেন্ডস’-এর সহকারী নির্মাতা কফম্যান জানান, শোটিতে বৈচিত্র্যের অভাবের জন্য তিনি এতটাই বিব্রত এবং অপরাধবোধ ভুগছিলেন যে আফ্রিকান এবং আফ্রিকান আমেরিকান স্টাডিজে মার্টা এফ. কফম্যান ’৭৮ প্রফেসরশিপ তৈরি করতে ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ে ৪ মিলিয়ন ডলার দান করেন। প্রোগ্রামটি আফ্রিকা এবং আফ্রিকান অভিবাসী মানুষ এবং সংস্কৃতির অধ্যয়নে একাগ্রতার সঙ্গে একজন বিশিষ্ট পণ্ডিতকে সমর্থন করবে।

প্রসঙ্গত, জেরেমি গ্যারেলিক পরিচালিত ‘মার্ডার মিস্ট্রি ২’ ছবিটি ৩১ মার্চ নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। এতে জেনিফার অ্যানিস্টনের বিপরীতে অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার। ২০১৯ সালে ছবিটির প্রথম কিস্তি মুক্তি পায়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!