খুলনা, বাংলাদেশ | ১৫ ফাল্গুন, ১৪৩১ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ আজ
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

এক সিনেমায় তিন খান

গেজেট ডেস্ক

কয়েক দিন ধরে পরস্পরের সিনেমায় ক্যামিও রোল করা নিয়ে আলোচনায় আছেন বলিউডের তিন খান। সমীকরণ এমন; শাহরুখ-সালমান ও শাহরুখ-আমির খান। নতুন খবর হলো, তিন সুপারস্টারকে দেখা যেতে পারে একই সিনেমায়। অর্থাৎ, বলিউড ভক্তদের অনেক দিনের আশা পূরণ হতে যাচ্ছে।

হিন্দি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ সিনেমা হতে যাচ্ছে আমিরের ‘লাল সিং চাড্ডা’, যা আবার টম হ্যাঙ্কস অভিনীত হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক। যেখানে নায়িকা হিসেবে আছেন কারিনা কাপুর খান। এত দিন শোনা গিয়েছিল, এ সিনেমার মাধ্যমে প্রায় তিন দশক পর এক ফ্রেমে আসবেন আমির-শাহরুখ। নতুন খবর হলো, তাদের সঙ্গে থাকছেন সালমানও। ‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’র ক্রসওভারের গুঞ্জনের মাঝে এটা নিশ্চিত বলিউডের এই সময়ের সবচেয়ে বড় খবর।



ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নব্বই দশকে দুই নায়কের মুখোমুখি হবে লাল সিং চাড্ডা ওরফে আমির খান। যেখানে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ মালহোত্রা শাহরুখের মুখোমুখি হবেন মিস্টার পারফেকশনস্টি। অন্যদিকে অতিচর্তিত নাম ‘প্রেম’ হয়ে ধরা দেবেন সালমান। তবে কোন সিনেমা থেকে প্রেমকে তুলে ধরা হবে এখনো ঠিক করা হয়নি। ‘লাল সিং চাড্ডা’র চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে— যেখানে লাল দশকের শীর্ষ দুই তারকার সঙ্গে দেখা করেন। সে হিসেবে আইকনিক দৃশ্যে দর্শক সালমান ও শাহরুখকে দেখতে পাবেন। ছবিটি ভারতের স্বাধীনতার দশকে এক ব্যক্তির আত্ম অনুসন্ধানের গল্পে তৈরি হচ্ছে।

‘ডিডিএলজে’ মুক্তির প্রেক্ষাপটে শাহরুখের সঙ্গে দেখা হবে আমিরের। যেখানে তারা নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করবে। সালমান ও শাহরুখকে নব্বই দশকের লুকে দেখাতে প্রস্থেথিক মেকআপ ও ভিএফএক্সের সাহায্য নেওয়া হবে। চলতি বছরের বড়দিনে মুক্তির কথা থাকলেও করোনায় পিছিয়ে যায় অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’। শোনা যাচ্ছে, আগামী বছর একই দিনে মুক্তি পাবে ছবিটি।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!