আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামসির বল প্যাডে আসতে দেখে আলতো ব্যাটের ছোঁয়ায় মালানের হাতে তুলে দিলেন তিনি। তাতেই ভাঙল ৬০ রানের জুটি। বাংলাদেশের স্কোর ২৭ ওভার ১ বলে ৯৪।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের শুরুতেই বার্থডে বয় তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে এনগিদির বলে ক্যাচ তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। এর পরের ওভারেই রাবাদার বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান গত ম্যাচের ম্যাচসেরা সাকিব। সাকিব ফিরেছেন শূন্য রানে।
এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে রোববার (২০ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামছে লাল-সবুজরা।
চলতি সিরিজের প্রথম ওয়ানডে জয়ের মধ্য দিয়ে ২০ বছরের আক্ষেপ ঘুচেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সব মিলিয়ে ২০তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে টিম টাইগার্স।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, শামসি