করোনার ধাক্কায় এবার স্থগিত হলো নারীদের ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতির যথেষ্ট সময় না থাকায় মেয়েদের বিশ্বকাপ পিছিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার ধাক্কায় মেয়েদের ক্রিকেটের মহাযজ্ঞ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এ বছরের সেপ্টেম্বরে মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনুমিতভাবে বিশ্বকাপ বাছাই পর্বও পিছিয়ে গেছে। ২০২২ সালে নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি-মার্চে। ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কায় হবে বাছাই পর্ব। যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও।
বিশ^কাপ পেছনে মূল কারণ প্রস্তুতির ঘাটতি। বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হলে দলগুলো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেত না। পাশাপাশি আয়োজকরা বিশ্বকাপের মতো ইভেন্ট সকল স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করতে পারত কি না তা নিয়েও শঙ্কিত ছিল। এজন্য বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে ১২ মাস।
আট দলের এ টুর্নমেন্টে মোট ম্যাচ হবে ৩১টি। ২০১৭ সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০২২ সালে মেয়েদের তিনটি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ওয়ানডে বিশ্বকাপ বাদে আছে কমনওয়েলথ গেমস ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
খুলনা গেজেট/এএমআর