খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

এক দিনে তিন হার, দুঃস্বপ্নের মতো দিন ভারতের

ক্রীড়া প্রতি‌বেদক

এবারের সুপার সানডেটা ভুলে যেতেই চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এক দিনেই তিন তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভরাডুবির পর অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হারে ভারতীয় নারী ক্রিকেট দল। সর্বশেষ দুবাইতে যুব এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

দুঃস্বপ্নময় দিনের শুরুটা হয়েছিল অ্যাডিলেডে। গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিনই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল। সেই আশঙ্কা সত্যি হয়। ১০ উইকেটে হেরে যান রোহিত শর্মারা।

অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় মাত্র ১৮০ রানে। ৪৮ রানে স্টার্ক একাই নেন ৬ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। নিশ্চিতভাবেই যে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি প্রথম ইনিংসেই টের পাওয়া গিয়েছিল। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। ভারতের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানের।

লিড নেওয়ার মূল অবদানটা অজি ব্যাটার ট্রাভিস হেডের। জাসপ্রিত বুমরাহ’র বোলিং তোপে ১০৩ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। এরপর ৬৫ রানের জুটি গড়েন হেড ও মার্নাস লাবুশেন। ১২৬ বলে লাবুশেন ৬৪ রান করে আউট হলেও, হেড একপ্রান্ত আগলে রাখেন। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে তিনিই ছিলেন ব্যতিক্রম। শেষ পর্যন্ত ১৪১ বলে ১৭টি চার ও ৪টি ছক্কায় তিনি ১৪০ রানে থামেন।

অজিদের লিড পেরোনোর আগেই ৮ উইকেট হারিয়ে বসেন রোহিত-কোহলিরা। বলার মতো (৪২) রান করেছেন কেবল নিতীশ কুমার রেড্ডি। অবশ্য রেড্ডির সান্ত্বনাদায়ক ব্যাটিং না থাকলে, ইনিংস ব্যবধানে হারতে হতো ভারতকে।

সুপার সানডেতে দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদটা পান অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৩৭১/৮ তোলে স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবারের যুব এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে হেরে গিয়েছিল তারা। তার পর জাপান এবং সংযুক্ত আরব আমিররাতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বৈভব সূর্যবংশীদের দল। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। গতবারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল। সেই তাদের বিপক্ষে খেলতে নেমে হেরে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!