খুলনা, বাংলাদেশ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এ বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: প্রধান উপদেষ্টা

এক্সপ্রেসওয়েতে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গেজেট ডেস্ক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার এ দুর্ঘনাটি ঘটে।

নিহত লিমন বেপারী দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও নিহত নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তম হাওলাদারের ছেলে। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্যারেজ বন্ধ করে বাড়ি ফেরার সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় ভুল পাশ দিয়ে যাওয়া বেপরেয়া গতির একটি বালুর ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন বেপারীর মারা যায় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। পরে নয়নকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। এছাড়া, ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন।

উল্লেখ্য, শিবচরে দিনদিন বেড়েই চলেছে ড্রাম ট্রাকের এই রকম দুর্ঘটনা। আইনকে কোন তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলছে এই ট্রাকগুলো। কিছুদিন আগে বালুর ড্রাম ট্রাকের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দুইজন শিক্ষার্থীর। ট্রাকগুলোর নেই কোন ফিটনেস যা রাস্তায় খুবই বিপদজনক। এছাড়া চালকের আসনে যারা বসে তাদের বেশিরভাগ অদক্ষ। তাই এই দিকে প্রশাসনের নজরদারি বাড়নো প্রয়োজন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!