খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

একাধিক বিয়ের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

একাধিক বিয়ের বিষয় গোপন ও স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে প্রিয়াংকা পারভীন পিংকি নামে এক নারীর বিরুদ্ধে মঙ্গলবার যশোর আদালতে মামলা করেছেন আরেক স্বামী। মঙ্গলবার কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে শাহারিয়ার আহম্মেদ হাসিব মামলাটি করেছেন। অভিযুক্ত পিংকি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। মামলায় পিংকি ছাড়াও তার মা রূপালী নাসরিন ও বোন ক্যাথি আক্তার কেয়াকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

মামলায় শাহরিয়ার আহম্মেদ হাসিব উল্লেখ করেছেন, আসামি পিংকির সাথে তার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে সাড়ে ৭ লাখ টাকা কাবিননামায় তাকে বিয়ে করেন পিংকি। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে পিংকি কিছুদিন বসবাস করেন। কেশবপুরে স্বামীর বাড়িতে অবস্থানকালে সার্বক্ষণিক মোবাইল ফোনে অন্য লোকের সাথে পিংকির মোবাইল ফোনে কথা বলার বিষয়টি লক্ষ্য করেন হাসিব। এছাড়া শ্বশুর শাশুড়িকে অবমাননা করতেন পিংকি। এসব দেখে হাসিবের সন্দেহ হয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, পিংকির আরো একটি স্বামী রয়েছে। ওই স্বামীর নাম হুসাইন আহমেদ। তিনি আলমডাঙ্গার আলিয়াটনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ২০১৬ সালের ৩ অক্টোবর ১ লাখ টাকা দেন মোহরে হুসাইন আহমেদের সাথে পিংকির বিয়ে হয়।

এছাড়া আরো একটি বিয়ে হয়েছিলো পিংকির। কিন্তু পিংকি তার সকল বিয়ের কথা গোপন রেখে এবং দ্বিতীয় স্বামী হুসাইন আহমেদকে তালাক না দিয়েই অবৈধভাবে বিয়ে করেছেন হাসিবকে। তিন মাসে আগে তার মা রূপালী নাসরিন ও বোন ক্যাথি আক্তার কেয়ার প্ররোচনায় পিংকি পিতার বাড়িতে চলে যায়। এরপর গত ২২ অক্টোবর বিকেলে পিংকিসহ উল্লিখিত আসামিদের নিজ বাড়িতে ডেকে আনেন হাসিব। তারা সেখানে এলে হাসিব আগের বিয়ের কথা গোপন করে তাকে বিয়ে করার কারণ জানতে চান পিংকির কাছে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা হাসিবকে গালিগালাজ করেন এবং তার কাছে ৮ লাখ টাকা দাবি করেন। হাসিব তাদের টাকা দিতে অস্বীকার করলে তারা তার বিরুদ্ধে হয়রাণিমূলক মামলা করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!