একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। এখন তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গত ৮ই আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ই আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যহতি দেয়া হলো।
ডিবির সূত্রটি বলছে, আজ বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমণ ছাড়পত্র দেওয়া হয়নি।
সূত্রটি বলছে, পরবর্তীতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জিজ্ঞেসাবাদের জন্যে শাকিল ও ফারজানা রুপাকে এএসপি মিরাজের নেতৃত্বে ডিবির একটি দল তাদের ডিবির কার্যালয়ে নিয়ে যান।
খুলনা গেজেট/এনএম