২০২৩ সালের ২১ মে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় দায়ের হওয়া একটি মোটরসাইকেল চুরির মামলার সূত্র ধরে আড়ংঘাটা থানা পুলিশ একে একে উদ্ধার করেছে ৬ টি চোরাই মোটরসাইকেল। এ ঘটনায় পুলিশ রিপন চৌধুরী ওরফে সোহেল নামে এক যুবককে আটক করেছে। আটকৃত যুবককে শনিবার (১২ আগস্ট) কোর্টে চালান করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মোঃ সবুর শেখের একটি মোটরসাইকেল চুরি হয় চলতি বছরের ২১ মে । এই ঘটনায় তিনি বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৬। এ মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের সন্ধান পান।
পুলিশ জানায়, চুরি মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে নড়াইলের ইব্রাহীম মোল্যাকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকা থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা উপজেলার রিপন চৌধুরী ওরফে সোহেল (৩০) নামে চোর চক্রের অপর এক সদস্যের সন্ধান পায় পুলিশ। তাদের দু’জনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে খালিশপুরের কদমতলা রাস্তা থেকে তেরখাদা উপজেলার জুনারী গ্রামের মৃত সাহেব চৌধুরীর পুত্র রিপন চৌধুরী ওরফে শিমুল(৩০)কে আটক করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সবুর শেখের মোটরসাইকেলের সন্ধান পায় পুলিশ। এরপর আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম বাগেরহাট জেলার রামপাল উপজেলার সোনাতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঐ গ্রামের মোঃ হাসিবউল্লাহ শেখের পুত্র মোঃ সাইফুল শেখের বাড়ী থেকে দেয়ানার সবুর শেখের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। গ্রেফতারকৃত রিপন চৌধুরী ওরফে শিমুলের দেওয়া আরো তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক টিম আড়ংঘাটা থানাধীন কেডিএ সিটি বাইপাস সড়ক সংলগ্ন কোহিনুর মোড়স্থ জনৈক কবির মোল্লার পরিত্যাক্ত গোডাউনের উত্তরপাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়া এ মামলার চোরাই কাজে ব্যবহৃত আরো দু ‘টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই মোঃ জাকিরুল ফিরোজ বলেন, দেয়ানার মোঃ সবুর শেখের মোটরসাইকেল চুরির মামলা তদন্ত করতে গিয়ে বাইক চোর চক্রের সন্ধান মেলে। প্রথমে ফুলতলার বেজেরডাঙ্গা থেকে ইব্রাহিম নামের এক সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল এবং সর্বশেষ রিপন চৌধুরী ওরফে শিমুলকে খালিশপুর থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট থেকে সবুর শেখের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে গত (শনিবার) ১২ আগস্ট সকাল সাড়ে ৬ টায় আড়ংঘাটা কেডিএ সিটি বাইপাস থেকে ৩টি মোটরসাইকেলসহ মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এই চক্রের বিষয়ে আরো তথ্য পাওয়া গেছে আশা করছি দ্রুত সময়ে চক্রের পুরো সদস্যদের আটক করতে সক্ষম হবো।
খুলনা গেজেট/এইচ