খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

একগুচ্ছ গান নিয়ে ঈদে হাজির অংকন ইয়াসমিন

বিনোদন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে শ্রোতাদের জন্য একগুচ্ছ গান নিয়ে হাজির হয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। ইতোমধ্যে কয়েকটি গান প্রকাশ হয়েছে বলেও জানালেন এই গায়িকা।

‘মন আমার কেমন কেমন করে’ শিরোনামে আধ্যাত্মিক গানটি ২৬ জুন প্রকাশ হয়েছে। এতে অংকন ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শফি মন্ডল। গানটির কথা লিখেছেন গৌতম চট্টোপাধ্যায়। কিছু অংশ শফি মন্ডলও লিখেছেন। আর এটির সংগীত করেছেন অভিজিৎ জিতু।

অংকন ইয়াসমিন বলেন, গানটি বেশ পুরনো। কিন্তু আমরা নতুন আয়োজনে ফিউশন করে তুলে ধরেছি। এটি ব্যতিক্রমী একটি কোলাবোরেশনে করা গান। সাধারণত এ ধরনের কোলাবোরেশন খুবই কম দেখা যায়। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

তিনি বলেন, আমরা শুদ্ধ গান করতে চাই। শুদ্ধ গানে যদি অন্য গানের তুলনায় কম সাড়া পাই, তাতেও সমস্যা নেই। কারণ আমাদের উদ্দেশ্য একটি কোয়ালিটিফুল গান করা। গানটি শোনার পর শ্রোতারা যেন অন্তত এ কথা বলে, বাহ্, গানটি তো অনেক সুন্দর হয়েছে।

এছাড়া বুধবার (২৮ জুন) ‘মরি লাজে লাজে’ শিরোনামে আরও একটি গান প্রকাশ হতে যাচ্ছে এ গায়িকার। এটি তার প্রথম সুর করা গান। গানটির কথা লিখেছেন হারুন অর রশিদ এবং কম্পোজিশন করেছেন অভিজিৎ জিতু। উর্বশী গানের সিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে গানটি।

এছাড়া ঈদের দিন ধ্রুব মিউজিক স্টেশন থেকে কণ্ঠশিল্পী গামছা পলাশের সঙ্গে ‘মিস রুপালি’ শিরোনামে একটি গান প্রকাশ হবে অংকনের। এ ব্যাপারে তিনি বলেন, এটি খুবই মজার একটি গান। যেসব দর্শক আনন্দ-উল্লাসের জন্য গান শুনতে পছন্দ করেন তাদের ভালো লাগবে। এখানে বেয়াই-বেয়াইনের কথোপকথন তুলে ধরা হয়েছে। দেড় বছর পর আমরা ডুয়েট গান করলাম। এটি শ্রোতাদের জন্য বিগেস্ট ধামাকা।

খুলনা গেজেট/এসজেড

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!