এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত ‘এএফসি কাপ ২০২০ (দক্ষিণ) গ্রুপ ‘ই’ এর বাছাই পর্ব মালদ্বীপে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি বিষয়টি নিশ্চিত করে। এ আয়োজনের লক্ষ্যে ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও মালদ্বীপকে ১৭ জুলাই এর মধ্যে আবেদনের অনুরোধ জানানো হয়। বাংলাদেশ ও ভারত ভেন্যু প্রাপ্তির বিষয়ে নির্ধারিত তারিখের মধ্যে কোন আবেদন না করায় এবং শুধুমাত্র মালদ্বীপ ভেন্যু নিতে আগ্রহী হওয়ায় এএফসির সিদ্ধান্তক্রমে ‘এএফসি কাপ ২০২০ (দক্ষিণ) – গ্রুপ ‘ই’ এর খেলাসমূহ মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম ও আদ্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভিজিটিং প্রতিটি দলকে যাতায়াত বাবদ ৪০,০০০ মার্কিন ডলার এবং থাকা-খাওয়া বাবদ ৯০,০০০ মার্কিন ডলার সাবসিডি প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের অনুশীলন মাঠ ফুটবল এসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম) ব্যবস্থা করবে। এছাড়াও প্রত্যেক দলের সদস্যদের স্ব স্ব দেশ ত্যাগের পূর্বে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং পরবর্তীতে মালদ্বীপ পৌঁছানোর পর ফুটবল এসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম) এর সহযোগিতায় পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
ফিক্শ্চার অনুসারে নিজ নিজ খেলার নূন্যতম ৪ দিন পূর্বে সংশ্লিষ্ট দলকে ভেন্যুতে পৌঁছাতে হবে।
খুলনা গেজেট/এএমআর