খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয় : আলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অহেতুক পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কোনো সুযোগ নেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। বিএনপি যতদিন রাজপথে আছে ততদিন পর্যন্ত এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। তবে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নয়।

তিনি বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহানগর যুবদল এই সভার আয়োজন করে।

আলাল বলেন, শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আজ বছরের পর বছর গণতন্ত্রের জন্য লড়াই করছে। তারা রাজপথে অতন্ত্র পাহারায় আছে।

তিনি আরও বলেন, আমরা মার খেতে খেতে আপনাদের শক্তি ক্ষয় করছি। আপনাদের শক্তি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং তার সমুচিত জবাব দেবে। বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।

প্রধান বক্তার বক্তৃতায় যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না বলেছেন, আ’লীগ সরকারের পতন আন্দোলনের জন্যে সারাদেশের যুবসমাজ তথা যুবদলই যথেষ্ট। সর্বক্ষেত্রে আওয়ামী লীগের পতন ঘটিয়ে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই যুবদলের মূল লক্ষ্য।

খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও জেলা যুবদলের সাবেক সভাপিত মনিরুজ্জামান মন্টু।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, কাজী নেহিবুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সদ্য কারামুক্ত হওয়া তৃণমূল নেতাদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনার পূর্বেই শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এছাড়া কারান্তরীণ থাকাবস্থায় মৃত যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারীর নবজাতকের কবরজিয়ারত, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও পঙ্গুদের হুইল চেয়ার বিতরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!