খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

এইচপি টিম নিয়ে বিসিবির নতুন পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

করোনার দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সফর দিয়ে জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরুর কথা ছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের কঠিন সব শর্ত সহ পাঠানো নীতিমালা অনুসরণ করতে গেলে এইচপির লঙ্কা সফরই অনেকটা অনিশ্চিত। এদিকে বিসিবি সভাপতিও সাফ জানিয়ে দিয়েছেন এমন সব কঠিন শর্তে জাতীয দলের সফর অসম্ভব।

সফর বাতিল হলে জাতীয় দল হয়তো অন্য কোন সিরিজের অপেক্ষায় থাকবে, প্রস্তুতি নিবে সেভাবেই। তবে এইচপি ক্যাম্প নিয়েও নতুন ভাবনা শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে নিজেদের পরিকল্পনার বিষয়টিও জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এইচপি চেয়ারম্যান দুর্জয়, ক্রিকেট পরিচালনা বিভাগের প্র্রধান আকরাম খান, ক্রিকেট পরিচালক খালেদ মাহমুদ সুজন। সভা শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন লঙ্কান বোর্ডের কঠিন শর্ত মেনে সফরে যাওয়া অসম্ভব।

সফর বাতিল হলে এইচপি ক্যাম্প নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিযে গণমাধ্যমকে এইচপি চেয়ারম্যান দু্র্জয় বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজটিতো আমাদের দ্বিপাক্ষিক সিরিজ ছিল। সেটা না হলে আমরা আমাদের ক্যাম্প শুরু করে দেওয়ার প্ল্যান করছি। ক্যাম্পটা এখন যেহুতু অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে করছে ওটা শেষ হলে সেখানেই করতে পারি।’

‘স্বাভাবিকভাবে এইচপির ক্যাম্পটাতো একাডেমিতে হয়, সে সুযোগটা আমাদের আছেই। মাঠ কোন সমস্যা না। আমাদের বেশ কিছু মাঠ আছে যেগুলো বোর্ড পরিচালনা করে। আবাসনটা চিন্তা করতে হবে, মাঠের কাছাকাছি ব্যবস্থা করার জন্য।’- যোগ করেন দুর্জয়।

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবির এই পরিচালক যোগ করেন, ‘করোনার কারণে তো অনেক কিছুই হচ্ছে যা আমরা আশা করি না। তারপরেও বাস্তবতা মেনে নিতে হবে তারা যেহেুত ম্যানেজ করতে পারছে না। ক্রিকেটারদের সংখ্যা বা সাপোর্ট স্টাফদের সংখ্যা কমানোর নির্দেশনা দিয়েছে। এইচপির যে ব্যাপারটা জাতীয় দলকে সাহায্য করে, যেহেতু তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে না।’

‘এখন আমরা যেটা আয়োজন করে নিতাম সেটাও হচ্ছে না। তাই আমাদের নতুন করে ভাবতে হবে। নতুন ভাবনা বলতে জাতীয় দলের কোচিং স্টাফরা যেহেতু চলে আসছে তারা তাদের প্রস্তুতি নেবে। আমরাও আমাদের এইচপির ক্যাম্পটা শুরু করে দেওয়ার চেষ্টা করবো।’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!