খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৫, অনাহারে মৃত্যু ২৯ জনের

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১ জুন

গেজেট ডেস্ক

আগামী ১ জুন থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২টি ভাগে প্রবেশপত্র বিতরণ করা হবে।

সম্প্রতি, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার স্বাক্ষরিত অনুমোদনপত্রসহ কোনো শিক্ষককে পাঠিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তবে শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। প্রথমদিন ১ জুন (রোববার) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর দ্বিতীয় দিন ২ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠানের জন্য বিতরণ চলবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, প্রবেশপত্র সংগ্রহের পর তা ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল, ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে তা অবশ্যই ১৫ জুন থেকে ২২ জুনের মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে হবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চ মাধ্যমিক) কাছে। আর ভুল সংশোধনের জন্য নির্ধারিত ছক পূরণ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার্থীর নাম ও ভুলের বিস্তারিত বিবরণসহ আবেদন জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন করা না হলে পরবর্তীতে কোনো পরীক্ষাগত জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!