খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

উড়ন্ত ভারতকে মাটিতে নামালো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ভারত নারী দল। তাদের মাটিতে নামিয়ে আনলো পাকিস্তান। হারমনপ্রিত কাউরের দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে নিদা দার-বিসমাহ মারুফরা। ৬ বছর পর ভারতের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতলো পাকিস্তান নারী দল। তাদের এই জয়ে জমে উঠলো এশিয়া কাপ।

আগের ম্যাচেই থাইল্যান্ডের কাছে হেরে বসে পাকিস্তান। তারাই এবার হারিয়ে দিলো কাগজে-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতেই ১২৪ রানে গুটিয়ে যায় ভারত দল।

টি-টোয়েন্টিতে ভারতকে সর্বশেষ ২০১৬ সালের নারী বিশ্বকাপে হারিয়েছিল পাকিস্তান। সেবার দিল্লিতে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানের নাটকীয় জয় পেয়েছিল সানা মিরের দল। ওই ম্যাচে বল হাতে ২৩ রানে ১ উইকেট নিয়েছিলেন নিদা দার।

এবার ব্যাট-বল দুটোতেই ভারতীয়দের কাঁদালেন তিনি। তার হার না মানা হাফসেঞ্চুরিতে ভর করেই সিলেটে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এরপর ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমনপ্রিত কাউরের উইকেট নিয়েছেন নিদা।
শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিলেন ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ১২ বলেই করে ফেলেছিলেন ২৬ রান। তবে ১৯তম ওভারে সাদিয়া ইকবালকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন রিচা। তার বিদায়ে নিশ্চিত হয়ে যায় ভারতের হার।

৪ ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান দুই দলেরই সমান ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের সমান ৪ পয়েন্ট শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেরও। ছয়ে থাকা আরব আমিরাতের সংগ্রহ ২ পয়েন্ট। প্রথম চারটি দল জায়গা পাবে সেমিফাইনালে। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!