খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

উড়ন্ত ভারতকে মাটিতে নামালো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ভারত নারী দল। তাদের মাটিতে নামিয়ে আনলো পাকিস্তান। হারমনপ্রিত কাউরের দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে নিদা দার-বিসমাহ মারুফরা। ৬ বছর পর ভারতের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিতলো পাকিস্তান নারী দল। তাদের এই জয়ে জমে উঠলো এশিয়া কাপ।

আগের ম্যাচেই থাইল্যান্ডের কাছে হেরে বসে পাকিস্তান। তারাই এবার হারিয়ে দিলো কাগজে-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল ভারতকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতেই ১২৪ রানে গুটিয়ে যায় ভারত দল।

টি-টোয়েন্টিতে ভারতকে সর্বশেষ ২০১৬ সালের নারী বিশ্বকাপে হারিয়েছিল পাকিস্তান। সেবার দিল্লিতে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানের নাটকীয় জয় পেয়েছিল সানা মিরের দল। ওই ম্যাচে বল হাতে ২৩ রানে ১ উইকেট নিয়েছিলেন নিদা দার।

এবার ব্যাট-বল দুটোতেই ভারতীয়দের কাঁদালেন তিনি। তার হার না মানা হাফসেঞ্চুরিতে ভর করেই সিলেটে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এরপর ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতের সবচেয়ে ইনফর্ম ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমনপ্রিত কাউরের উইকেট নিয়েছেন নিদা।
শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিলেন ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ১২ বলেই করে ফেলেছিলেন ২৬ রান। তবে ১৯তম ওভারে সাদিয়া ইকবালকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন রিচা। তার বিদায়ে নিশ্চিত হয়ে যায় ভারতের হার।

৪ ম্যাচ শেষে ভারত ও পাকিস্তান দুই দলেরই সমান ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের সমান ৪ পয়েন্ট শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেরও। ছয়ে থাকা আরব আমিরাতের সংগ্রহ ২ পয়েন্ট। প্রথম চারটি দল জায়গা পাবে সেমিফাইনালে। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!