খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

উৎপাদন বাড়াতে চায় রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস লিমিটেড

গেজেট ডেস্ক

সাশ্রয়ী দামে এলপিজি সরবরাহকারী একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এল পি গ্যাস লিমিটেড উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর ফলে আগামী ছয় মাসের মধ্যে প্রায় ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বাড়বে।

বর্তমানে এলপি গ্যাস লিমিটেড এর চট্টগ্রামে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন এবং সিলেটের কৈলাশটিলায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি এলপিজি প্লান্ট রয়েছে। প্রতিষ্ঠানটির সাড়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের বাজারমূল্য ৫৯১ টাকা। যেখানে বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় দেড় হাজার টাকা। যদিও এর চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনতে হয় ক্রেতাদের।

ওজনে বেশি, দামে সাশ্রয়ী সরকারি এলপিজির মার্কেট শেয়ার মাত্র ১.৫ শতাংশ হওয়ায় বেসরকারি এলপিজি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সরকারি এলপিজির উৎপাদন সক্ষমতা বাড়ানো হলে বেসরকারি খাতের ব্যবসায়ীদের এই নৈরাজ্য কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এল পি গ্যাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু হানিফ বলেন, ‘চট্টগ্রামে এলপিজি উৎপাদনের যে প্লান্ট রয়েছে সেটিকেই আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর শিগগির ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। আশা করছি সব কিছু ঠিক থাকলে আগামী ছয়মাসের মধ্যে আধুনিকায়নের কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘আমি যোগদানের পর দেখি কর্মীরা হাত দিয়ে সিলিন্ডারে গ্যাস ভরছে। আধুনিক এই যুগে এটা খুবই বেমানান। এখন এই প্লান্টকে অটোমেশন করা হবে। খরচ হবে মাত্র ১২ থেকে ১৪ কোটি টাকা। নামমাত্র এই অর্থ ব্যয় করে প্লান্টের সক্ষমতা সাড়ে ১৪ হাজার থেকে ২৬ হাজার টনে উন্নীত করা হবে।’

‘এর পাশাপাশি সিলেটে যে প্লান্ট রয়েছে সেটি বন্ধ রয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর কাছ থেকে এলপিজি তৈরির কাঁচামাল সরবরাহের অভাবে। বিষয়টি নিয়েও আলোচনা চলছে। আশা করি এই প্লান্টটিও চালু হবে শিগগির। সবমিলে চলতি বছর দেশে সরকারি পর্যায়ে এলপিজি উৎপাদনের সক্ষমতা ৩৫ হাজার মেট্রিক টন হবে’- যোগ করেন তিনি।

এদিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বোয়ালিয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর অর্থায়নে বার্ষিক এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে এল পি গ্যাস লিমিটেড। ইতিমধ্যে সেখানে প্রায় ১৩ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্লান্ট চালু হলে সরকারি খাতে এলপিজির উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে। এর ফলে গ্রাহকেরা অনেক সাশ্রয়ী দামে এলপি গ্যাস কিনতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করার সময় উপজাত হিসেবে উৎপাদিত এলপিজি সংরক্ষণের পর তা বোতলজাত করার জন্য ১৯৭৭-৭৮ সালে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট নির্মাণ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। শুরুতে এটি বিপিসির একটি প্রকল্প হলেও ১৯৮৩ সালে এ প্রকল্পটি ‘এল পি গ্যাস লিমিটেড’ নামে বিপিসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।

সরকারি ব্যবস্থাপনায় উৎপাদিত এলপিজি বাজারজাত করার ব্যবস্থার আওতায় পেট্রোবাংলার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এ উৎপাদিত এলপিজি বোতলজাত ও বাজারজাত করার লক্ষে ১৯৯৫ সালে বিপিসি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলায় আরো একটি এলপিজি স্টোরেজ, বটলিং ও ডিস্ট্রিবিউশন প্রকল্প শুরু করে যা ১৯৯৮ সালে উৎপাদনে যায়। কৈলাশটিলা এলপিজি প্রকল্পটি ২০০৩ সালে এলপি গ্যাস লিমিটেড চট্টগ্রামের সাথে যুক্ত করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!