ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে এক হাজার ৫১১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশে আদানির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।
আদানি থেকে পাঠানো বার্তায় বলা হয়, মঙ্গলবার রাত ৯টায় প্রথম ইউনিট থেকে ৭৫৬.৯৮ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৭৫৩.৭৫ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
বিপিডিবি সূত্রে জানা গেছে, ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। গত শুক্রবার দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে আদানির পুরো কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটটির ত্রুটি মেরামত শেষে গত সোমবার ভোর ৫টা থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
মঙ্গলবার আরেকটি ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এখন বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই উৎপাদনে ফেরায় জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বেড়েছে।
আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য দুই ইউনিটের এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে।
খুলনা গেজেট/এইচ