তথ্যপ্রযুক্তির এ যুগে স্মার্টফোন ছাড়া যেমন এক মুহূর্ত কল্পনা করা যায় না, তেমনি স্বাস্থ্যসুরক্ষার জন্য এখন অনেকেই ভরসা রাখেন স্মার্ট ওয়াচের ওপর। আর এই স্মার্টওয়াচ যে শতভাগ নির্ভুল উত্তর দিতে সক্ষম সম্প্রতি তারই একটি প্রমাণ পাওয়া গেল।
৬৭ বছর বয়সী কিম ডুরকি নামে এক বৃদ্ধা তার নিয়মিত শারীরিক চেকআপের জন্য বেছে নিয়েছিলেন একটি স্মার্ট ওয়াচকে। অ্যাপল কোম্পানির এই ঘড়িটির মাধ্যমেই নিয়মিত শারীরিক পরীক্ষা করতেন ওই বৃদ্ধা।
এ স্মার্ট ওয়াচের বিভিন্ন ট্র্যাকিং ফিচার রয়েছে, যা মানুষের স্বাস্থ্যের ওপর নজরদারি রাখতে সক্ষম। এই স্মার্টফোনটিই ওই বৃদ্ধার শারীরিক অবস্থার নজরদারি করতে গিয়ে একটি টিউমার শনাক্ত করে মেশিনে ইঙ্গিত দেয়।
প্রথম পাওয়া ইঙ্গিতে কোনো গুরুত্ব না দিলেও কিম ডুরকি দ্বিতীয় বারের সতর্ক সংকেতকে অবহেলা করতে পারেনি। দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক কিম ডুরকির হৃৎস্পন্দনে অস্বাভাবিকতা খুঁজে পান।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত হন কিমের হৃৎপিণ্ডে একটি বিরল টিউমারের উপস্থিতি, যা তার হৃদ্যন্ত্রকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে।
দ্রুত বর্ধনশীল এ টিউমারের কারণে রয়েছে স্ট্রোকের ঝুঁকি। তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। ৪ সেন্টিমিটারের এ টিউমার অপসারণের মাধ্যমেই কিম প্রাণে বেঁচে যান।
উপসর্গ ছাড়াই আগাম টিউমারের সতর্কবার্তা পাওয়াতেই রোগটি গভীর হওয়ার সুযোগ পায়নি। তাই প্রত্যেকেরই শারীরিক সুস্থতার জন্য স্মার্টওয়াচের মাধ্যমে নিয়মিত চেকআপে থাকা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।
খুলনা গেজেট / আ হ আ