খুলনা, বাংলাদেশ | ২০ ফাল্গুন, ১৪৩১ | ৫ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

গেজেট ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান।

নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

এদিকে মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন উপদেষ্টা হচ্ছেন সিআর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে।

গত ২৫ ফেব্রুয়ারি সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। পরে দপ্তরবিহিন উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে ন্যাস্ত করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ মারা যান। তার মন্ত্রণালয়ের দায়িত্ব পরে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের ওপর ন্যস্ত করা হয়।

খুলনা গেজেট/ টিএ/এমএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!