খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

উপকূলের মানুষের টিকে থাকার কথা তুলে ধরবে লিডার্স

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

উপকূলের মানুষের জলবায়ু সংকট, দুঃখ-দুর্দশা ও বঞ্চনার কথা, মানুষের টিকে থাকার সংগ্রামের কথা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য কপ-২৮ দুবাই সম্মেলনে যোগদান করেছেন সাতক্ষীরার শ্যামনগরস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এবং প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায়।

জলবায়ুতে মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে স্বাক্ষর করে। তারপর থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ (ঈঙচ) প্রতিবছর অনুষ্ঠিত হয় যেখানে আলোচনা করা হয় যে ঠিক কিভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কি অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
দুবাইয়ের কপ-২৮ সম্মেলন শুরু হয়েছে ৩০ নভেম্বর যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

উপকূলের মানুষের জলবায়ু সংকট, দুঃখ-দুর্দশা ও বঞ্চনার কথা, মানুষের টিকে থাকার সংগ্রামের কথা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য ইতিমধ্যে কপ-২৮ দুবাই সম্মেলনে যোগদান করেছেন সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এবং প্রকল্প সমন্বয়কারী কৌশিক রায়।

কপ-২৮ সম্মেলনের আবুধাবি সাস্টেইন্যাবিলিটি সপ্তাহে ১০ ডিসেম্বর একটি অনুষ্ঠানে স্পীকার হিসেবে বক্তব্য দেবেন সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। তারা উপকূলের জলবায়ু সংকট এর কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন এবং জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে উপকূলের মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভুমিকা রাখবেন।

কপ-২৮ সম্মেলনে ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ নং বুথে লিডার্সের প্রদর্শনী স্টল রয়েছে। এছাড়া ৯ ডিসেম্বর ৩ নং কক্ষে সাইড ইভেন্ট রয়েছে যার মাধ্যমে উপকূলের মানুষের দুঃখ দুর্দশার কথা জানানো হবে আন্তর্জাতিক মহলে। আশা করছি মোহন কুমার মন্ডলের মাধ্যমে উপকূলের সংকটের কথা আন্তর্জাতিক নীতি নির্ধারক মহলে উপস্থাপিত হবে এবং উপকূলের মানুষ ন্যায্যতার ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ পাবে।

এদিকে মধ্যবর্তী এই সময়ে বর্তমানে লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন।

উল্লেখ্য যে গত বছর মিশরে অনুষ্ঠিত কপ- ২৭ এ ‘ লস এন্ড ড্যামেজ’ তহবিল স্বাক্ষরিত হয় যা বাংলাদেশ ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহের দৃষ্টিকোণ থেকে বিচার করলে অনেক বড় অর্জন। দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় কপ-২৮ দুবাই সম্মেলনে যোগদান করেছেন সাতক্ষীরার শ্যামনগরস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!