খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা

‘উপকূলীয় এলাকার শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় শিশুশ্রম বন্ধে কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সাথে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক সমন্বয় সভা বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় বে-সরকারী সংস্থা উত্তরণ এই সভার আয়োজন করে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সাইদ-উজ-জামান সাইদ, কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, প্রোগ্রাম অফিসার, ওসিসি প্রনব বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল হক,সহকারী শিক্ষা অফিসার মোঃ ঈদ্রিস আলী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন প্রমুখ।

সভার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, নানা কারণে উপকূলীয় এলাকার শিশুরা বিভিন্ন ধরনের ঝুকিপূর্ণ শ্রমের সাথে জড়িয়ে পড়ছে। বর্তমানে এই এলাকা থেকে অনেক শিশু ইট ভাটার কাজের জন্য বাইরে যাচ্ছে। শিশুরা যাতে ভাটার কাজে না যেতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় উপজেলা যুবউন্নয়ন,বন সংরক্ষণ,থানা প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,শ্রমিক সংগঠনের সভাপতি,ভাটা মালিক সমিতির সভাপতি,মুক্তিযোদ্ধা, সমমনা সংগঠন এবং গাবুরা, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ইউনিয়নের শিশুসুরক্ষা কমিটির সদস্য এবং শিশুরা উপস্থিত ছিল।

সভায় প্রকল্পের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ, চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ভুমিকাসহ অন্যন্য বিষয় আলোচনা করা হয়।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!