খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ জিততে ঘুষ দিয়েছে কাতার!

ক্রীড়া প্রতিবেদক

আগে কখনোই বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পায়নি কাতার। স্বাগতিক হিসেবে এবারের আসরে খেলবে দলটি। স্প্যানিশ দৈনিক মার্কার খবর, বিশ্বকাপে অভিষেক রাঙাতে প্রতিপক্ষকে ঘুষ দিয়েছে কাতার! আগামীকাল শুরু হবে বিশ্বকাপের ২২তম আসর।

উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার। সৌদি আরবের বৃটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহা’র বরাত দিয়ে মার্কা জানায়, উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে ইকুয়েডরের ৮ জন ফুটবলারকে আর্থিক ঘুষ দিয়েছে কাতার।

আমজাদ জানান, উদ্বোধনী ম্যাচে জয় পেতে ইকুয়েডরের ৮ খেলোয়াড়কে ৭.৮ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। বাংলাদেশি টাকায় যা ৮০ কোটি টাকারও বেশি। আমজাদ তাহা’র ভাষ্য মতে, ম্যাচ ফিক্সিংয়ের জন্য ইকুয়েডরের ৮ খেলোয়াড়ের প্রত্যেকে ১০ কোটি টাকা করে পাবেন। মার্কার প্রতিবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে আমজাদ তাহা জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারার প্রস্তাব দিয়েছে কাতার। জয়সূচক একমাত্র গোলটি হবে দ্বিতীয়ার্ধে।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে আমজাদ তাহা লিখেছেন, ‘কাতার ইকুয়েডরের ৮ ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে।

কাতার এবং ইকুয়েডরের পাঁচজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। আমার প্রত্যাশা, এটা মিথ্যা হবে। আশা করি, খবরটি ছড়িয়ে দেয়ায় প্রভাব পড়বে। বিশ্বের উচিত ফিফার দুর্নীতির বিরোধিতা করা।’ বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে অভিযোগের খামতি নেই। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ নানা অভিযোগে অভিযুক্ত প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা কাতার।

আগামীকাল রাত ১০টায় আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের বাকি দুই প্রতিপক্ষ সেনেগাল ও নেদারল্যান্ডস।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!