উত্তরা পূর্ব থানা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিলো। তার আগে দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম।
এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্তের কথা জানান পুলিশ। এদিকে আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।
খুলনা গেজেট/এএজে