আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট প্রায় সম্পূর্ণ হতে চলেছে। বলা যেতে পারে একরকম পাকাপোক্ত। ট্যুইট করে সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই নির্বাচনী জোটের কথা জানিয়েছেন।
অখিলেশ যাদব আরো বলেছেন, কংগ্রেস দলকে এগারোটি আসন ছেড়ে দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে মনে করা হচ্ছে এই ১১ টি আসনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির সমঝোতা চূড়ান্ত হয়েছে। কংগ্রেস সূত্রে খবর তারা আরো চারটি আসন দাবি করেছে। ওই চারটি আসন কংগ্রেসকে দেওয়া হবে কিনা তা পরবর্তীকালে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে। তবে দুটি দলের মধ্যে নির্বাচনী সমঝোতা একেবারে পাকা।
তবে বাংলা ও দিল্লিতে ধাক্কা খাওয়ার পর কংগ্রেস দল উত্তরপ্রদেশে খানিকটা স্বস্তি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার যদি এই জোটে মায়াবতীকে সামিল করতে পারে কংগ্রেস তাহলে কেল্লা অনেকটাই ফতে হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, মায়াবতীর বহুজন সমাজপার্টিকে এই জোটে সামিল করতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে দুটি দলেরই। উত্তরপ্রদেশের ক্ষেত্রে মহারাষ্ট্র থেকে নির্বাচিত সংসদ মুকুল ওয়াসনিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে যারা কংগ্রেসের পক্ষ থেকে জোট নিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন দলের সঙ্গে কথা বলবেন। এই কমিটিতে আছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেস নেতা সালমান খুরশিদ এবং মোহন প্রকাশ।
খুলনা গেজেট/এনএম