খুলনা, বাংলাদেশ | ২৬ ভাদ্র, ১৪৩১ | ১০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  স্বাস্থ্য অধিদপ্তরের খসড়া তালিকা : আন্দোলনে নিহত ৬৩১, আহত ১৯ হাজার

উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন খুবি শিক্ষক

অর্ক মন্ডল, খুবি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: উজ্জল তালুকদার উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। পিএইচডি র জন্য তিনি টেনেসি বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো: উজ্জ্বল তালুকদার আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, বেল স্টেট ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার আরএমআইটি সহ বিশ্বের শীর্ষস্থানীয় ও খ্যাতনামা মোট ১০টি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত আমেরিকার টেনেসি বিশ্ববিদ্যালয়, নক্সভিল কে তার পিএইচডি করার জন্য বেছে নিয়েছেন। একই সাথে তিনি এই বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপও পেয়েছেন, যা তাঁর গবেষণা ও শিক্ষাদানের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

নির্বাচনকৃত বিশ্ববিদ্যালয়টির রয়েছে ২৫০ বছরের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবান্বিত খ্যাতি। যা টেনেসি বিশ্ববিদ্যালয়, নক্সভিলকে করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এটি QS ও টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৪০০-৪৫০তম স্থানে অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটির অন্যতম বৃহত্তম যোগাযোগ ও তথ্যবিষয়ক কলেজে পাঁচটি স্কুল রয়েছে।

বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত মো: উজ্জ্বল তালুকদার তাঁর শিক্ষা জীবন শুরু করেছিলেন পয়সা প্রাথমিক বিদ্যালয়ে। পরে পয়সা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ ৫ অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পড়ালেখা সম্পন্ন করেন।

উল্লেখ্য, মো: উজ্জ্বল তালুকদারের গবেষণা কাজ দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!