খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

উচ্চ আদলতের আদেশ অমান্য, বাগেরহাটে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

উচ্চ আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নাজমুন নাহার।

রবিবার (১৮জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলকক্ষে নাজমুন নাহার লিখিত অভিযোগে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আকুঞ্জি ব্যাক্তিগত আক্রোশে ও ক্ষমতার দম্ভে আইন বহিরভুত ভাবে গত ৫বছর আমাকে বরখাস্ত করে রেখেছিলেন। পরে চাকরি ফিরে পেতে আমি উচ্চ আদালত ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শরাণাপন্ন হলে আদালত ও শিক্ষা বোর্ড আমাকে স্বপদে পূর্ণবহালসহ বকেয়া বেতন ভাতাদি পরিশোধের নিদের্শ প্রদান করেন।

তিনি আদালত ও শিক্ষাবোর্ডের নিদেশ অমান্য করে বর্তমান নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভা ডেকে তাদেরকে ভুল বুঝিয়ে আমাকে চাকরী ছেড়ে দিতে, মামলাসমূহ নিজ খরচে তুলে নিতে ও বকেয়া বেতন ভাতা না চাওয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর দিতে মানসিক চাপ প্রয়োগ করেন।

তিনি লিখিত অভিযোগে আরও বলেন, আমি তাদের শর্তগুলি না মানায় প্রধান শিক্ষক আমাকে স্কুলে প্রবেশ না করা, এমনকি বকেয়া বেতন ভাতা, বর্তমান বেতন ও ভবিষ্যতে আর কোন বেতন ভাতা না দেওয়া এবং চুড়ান্ত বরখাস্তের হুমকী প্রদান করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বকেয়া বেতন ভাতাসহ অন্যান্য ফান্ডে জমাকৃত টাকা ও চাকরিতে পূর্নবহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবি জানান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!