দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কাইল জেমিসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ওয়ানডে মেজাজে খেলতে গিয়ে ২৯৭ রানে অলআউট হয়ে যান তাঁরা।
জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাট করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি বাবা হয়েছেন তিনি। ব্যাটিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। এক নম্বরে থেকে বছরটা শেষ করেছেন তিনি। নতুন বছরটাও শুরু করলেন দুর্দান্তভাবে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসন দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর তিন উইকেটে ২৮৬ রান। উইলিয়ামসন ১১২ ও হেনরি নিকোলস ৮৯ রানে অপরাজিত রয়েছেন। ১০৫ বলে অর্ধশতক করা উইলিয়ামসন পরের ৫০ রান করেছেন মাত্র ৩৫ বলে। ৭১ রানে তিন উইকেট হারানোর পর হেনরি নিকোলসকে নিয়ে দ্বিশতরানের ওপর অবিচ্ছিন্ন জুটি গড়েছেন উইলিয়ামসন। তাই বেশ চাপে পড়ে যায় পাকিস্তান।
খুলনা গেজেট/ এ হোসেন