খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

উইন্ডিজ সিরিজে টাইগারদের প্রাথমিক তালিকা প্রস্তুত !

ক্রীড়া প্রতিবেদক

সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফর যে কিছুটা সংক্ষিপ্ত হচ্ছে সেটাও অনেকটা নিশ্চিত। তিন টেস্টের একটি কমতে পারে। এমন কী দুটি টি-টুয়েন্টি ম্যাচ বাতিল হতে পারে। তবে সিরিজ নিয়ে কাজ এগিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকে বোর্ড (বিসিবি)। দলও প্রায় চূড়ান্ত বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দেশের মাঠে টেস্ট সিরিজের জন্য ২০ জনের দল দেবে বিসিবি। মিনহাজুল আবেদীন মিরপুরের শেরেবাংলায় বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দিব। ওয়ানডের জন্য ২১ জন। এটা আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সাথে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব। কারণ জানুয়ারির একদম প্রথম দিকেই অনুশীলন শুরু হবে। সে হিসেবেই আমরা এগোচ্ছি। টিম ম্যানেজমেন্টের যে প¬্যান আছে সে হিসেবে কি ফরম্যাটে খেলবো এসব। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাবো।’

এখন চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যদিও এই আসর দেখে নির্বাচকরা দল নির্বাচন করছেন না। নান্নু বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের নির্বাচন কখনো টি-টোয়েন্টি দেখে হয়না। টি-টোয়েন্টি আরেকটা ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্নদের কাজে লাগে। এভাবেই এগোবো আমরা।’

করোনার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন বড় চ্যালেঞ্জ বিসিবির। তবে তারা প্রস্তুত। মিনহাজুল আবেদীন বলছিলেন, ‘এমন একটা পরিস্থিতি থেকে আমরা অভ্যস্ত হয়েছি ক্রিকেটে। এখনই সবকিছু শুরু করা কঠিন হবে। কারণ এই মহামারীর সময়ে অনেক কিছু মেনে চলতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা বলয়ে রেখে ক্রিকেট খেলতে হচ্ছে। তিনটা দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এরপর এটা (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) চলছে। তারপর একটা গ্যাপ আছে এই সময়টায় লংগার ভার্সন ক্রিকেট হবে। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই সময়ে টুর্নামেন্ট আয়োজন করা। আল¬াহর রহমতে এখন পর্যন্ত আমরা ভালো করেছি। এটা ভালোভাবে শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!