খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার

ঈদ পুনর্মিলনী থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে দলীয় ঈদ পুনর্মিলনী থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০১ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এদিকে শাহেদ আলী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তিনি বলেন, প্রতি বছরই আমরা ঈদ পুনর্মিলনী করে থাকি। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু প্রশাসন দ্রুত অনুষ্ঠান শেষ করার জন্য আমাদের চাপ দিচ্ছিলেন। নেতাকর্মীদের আসতে বাঁধা দিয়েছেন। শাহেদ আলী রবিকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে। অনুষ্ঠান থেকে ফেরার পথে কচুয়া উপজেলা শ্রমিকদল নেতা জাহাঙ্গীরকে মোটরসাইকেলসহ আটক করেছে।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের আটক ও মামলা দিয়ে বিএনপিকে দমীয়ে রাখা যাবে না। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয় পেয়েছে। যার কারণে পুলিশকে দিয়ে আমাদেরকে এভাবে হয়রানি করছে। অতিদ্রুত দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম সরুইস্থ দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সময় শনিবার দুপুরে বিভিন্ন এলাকা আসা কয়েক হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয় ঈদ পুনর্মিলনী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি নাশকতা মামলায় শাহেদ আলী রবিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!