নড়াইল জেলার কালিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে সকল প্রকার কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়। ফলে বিভিন্ন এলাকার সেবাভোগীরা কোন প্রকাশ সেবা না পেয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কালিয়া পৌরসভার এমন বেহাল দশা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি বলে জানান কালিয়া পৌরসভার প্রবীণ কর্মচারী নড়াইল জেলা পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালিয়া পৌর কমিটির সভাপতি চৌধুরী মামুনুর রশিদ লিটন।
কালিয়া পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক তাজু আহমেদ বলেন, মাস্টার রোলে কর্মরত ২২ জন কর্মচারী বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে বেতন দেওয়ার কোন পদক্ষেপ মেয়র নেননি।
কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা জানান, আমার পূর্বের সকল মেয়রদের রেখে যাওয়া বকেয়া কর্মকর্তা কর্মচারীদের বেতন আমি ইতিমধ্যে পরিশোধ করেছি। দ্রুত বাকিদের পরিশোধ করা হবে।