খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঈদে ছোট পর্দার যত আয়োজন

গে‌জেট ডেস্ক

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ আয়োজনে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: অ্যালগরিদম। রচনা ও পরিচালনা: ফরহাদ আহমেদ। অভিনয়ে: তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া, আরমান শায়ের, ইরফান হিউম, আসাদ্দুজ্জামান প্রমুখ। দুপুর ২টা ২৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: স্বাতী নক্ষত্রের আলোয়। রচনা: ইফফাত আরেফিন মাহমুদ। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনযে: তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, শবনম ফারিয়া, সামিয়া মহসিন, বিদিতা প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ব্যালান্স। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনযে: সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু, গুলশান আরা আহমেদ, মুকিত জাকারিয়া, নূর এ কাঞ্চন, রিফাত চৌধুরী, মিষ্টি মারিয়া, সিয়াম নাসির, শেহজাদ ওমর, তোফা, আফরোজা, নিশাত তাসনিম তমা প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: টাকা। গল্প ও চিত্রনাট্য: নাহিদুল ইসলাম। পরিচালনা: নূর ইমরান মিঠু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা, ইকবাল হোসেন, ডিকন নূর, নাজ নাজনীন, আহমেদ ফারুক, আয়েশা, হাসনা প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: চাকুরি নয় চাকর। গল্প: আব্দুল্লাহ আল মামুন। চিত্রনাট্য: শিহাব শাহীন ও জাহান সুলতানা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, নাজিবা বাশার, আশরাফুল আলম সোহাগ, বাশার বাপ্পী, রিমু রেজা। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভয়েস ক্লিপ। রচনা: জাহান সুলতানা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ বর্ষণ, নরেশ ভূঁইয়া, বৈদ্যনাথ সাহা, সোহাগ প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: পূর্ব পশ্চিম। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: সাইদুর রহমান রাসেল। অভিনয়ে: জাহিদ হাসান, মৌসুমী মৌ প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: চরিত্র সনদ। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, ঊর্মিলা শ্রাবন্তী কর, জয়রাজ, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: হাউকাউ। রচনা ও পরিচালনা: খায়রুল পাপন। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, অনিক, আইরিন প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: পড়শি যদি আমায় ছুঁতো। রচনা: সুস্ময় সুমন। পরিচালনা: জামাল মল্লিক। অভিনয়ে: খাইরুল বাসার, রোদসী প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ডোন্ট কল মি কাকা। রচনা ও পরিচালনা: এম এইচ ইমন। অভিনয়ে: শামীম হাসান সরকার, সারিকা সাবাহ প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: অনাকাঙ্ক্ষিত বিয়ে। রচনা: মারুফ রেহমান। পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা, দিলারা জামান প্রমুখ। বিকাল ৪টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: প্রথম প্রথম প্রেম। রচনা: ফারিয়া হোসেন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: আফজাল হোসেন, মৌ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: খোঁপা। রচনা: মাসুম রেজা। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: গল্পের নাম যা হয় না। চিত্রনাট্য: মুনতাহা বৃত্তা। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: মনির খান শিমুল, মুমতাহীনা চৌধুরী টয়া, নাদিয়া আহমেদ প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিবাহ করিতে ইচ্ছুক। রচনা: গোলাম সরোয়ার অনিক। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ। বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: করাপশন। রচনা ও পরিচালনা: মুহম্মাদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে: তারিক আনাম খান, সাজু খাদেম, তাসনিয়া ফারিন, মুনিরা মিঠু প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: রঙ্গীলা। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাবিলা নূর। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আপনজন। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৬টায় প্রচার একক নাটক: তানসেন এখন বিবাহিত। পরিচালনা: এমএইচ রাসেল। অভিনয়ে: মোশাররফ করিম, সাফা কবির। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: নিজস্ব প্রতিবেদন। পরিচালনা: অনন্য ইমন। অভিনয়ে: সাবিলা নূর, মনোজ প্রামাণিক, জিয়াউল হাসান কিসলু, রেশমা, নিশাত তমা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: বাজি। পরিচালনা: আজাদ কালাম। অভিনয়ে: মোশাররফ করিম, মিহি প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: সুইট রিভেঞ্জ। পরিচালনা: নজরুল হাসান। অভিনয়ে: ফারহানা, আন্নি মেককেইন্ড। রাত ১১টা ৫৫ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: মগজে মহাপ্রলয়। পরিচালনা: রাজীব আশরাফ। অভিনয়ে: হুমাইরা স্নিগ্ধা, আসমা বৃষ্টি। রাত ১২টা ৩০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: নাইট ইজ স্টিল ইয়ং। পরিচালনা: অনিমেষ আইচ। অভিনয়ে: চমক, বাকার বকুল, পরাণ জহির।

চ্যানেল নাইন

বিকাল ৪টায় প্রচার হবে একক নাটক: কী কথা তাহার সাথে। পরিচালনা: মাসুম প্রধান। অভিনয়ে: অর্চিতা স্পর্শিয়া। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক: রাতের কাব্য। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: ঝুমুর। সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: তিনারা কিডনাপার। পরিচালনা: বিপ্লব হায়দার। অভিনয়ে: নাদিয়া আহমেদ, ফারুখ আহমেদ, কচি খন্দকার প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ট-তে টাকা। পরিচালনা: অভ্র মাহমুদ। অভিনয়ে: প্রাণ রায়, আব্দুল্লাহ রানা, মাহিমা, ইমতু রাতিশ প্রমুখ। রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: ফাঁপড়বাজ। পরিচালনা: হারুন রুশো। অভিনয়ে: আরফান আহমেদ, সিয়াম নাসির, জয়শ্রীকর জয়া, শাকিলা পরভীনা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: সুন্দরী বৌ। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শাওন, চমক প্রমুখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!