খুলনা, বাংলাদেশ | ২৫ কার্তিক, ১৪৩১ | ১০ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
  আ’লীগ আজ মাঠে নামতে চায়, প্রতিরোধের ঘোষণা সরকার ও ছাত্র-জনতার
  শহীদ নূর হোসেন দিবস আজ

ঈদে গণপ‌রিবহন চলবে : কাদের

গেজেট ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে। বিআরটিএ এ বিষ‌য়ে বিস্তারিত জানাবে বিজ্ঞপ্তির মাধ্যমে।

বৃহস্প‌তিবার সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়‌মিত ব্রিফিং‌য়ে তিনি এ কথা জা‌নান।

ঈদের আ‌গে পাঁচ‌দিন এবং পরের তিন‌দিনসহ মোট ৯ দিন গণপ‌রিবহন বন্ধ রাখতে গত মঙ্গলবার ম‌ন্ত্রিপ‌রিষ‌দের নির্দেশ অনুযায়ী বিআর‌টিএ‌ কে চি‌ঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বুধবার নৌ প‌রিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদে ৯ দিন গণপ‌রিবহন চলবে না। কয়েকঘণ্টার মধ্যে তি‌নি বক্তব‌্য বদলে জানান, গণপ‌রিবহন চলবে, তবে পণ‌্যবাহী যান বন্ধ থাক‌বে।

সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জা‌নিয়েছে, ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগের নি‌র্দেশনা অনুযায়ী করোনার বিস্তার রোধে জনগ‌ণের চলাচল নিয়ন্ত্রণ করতে ঈদের আগে প‌রে ৯ দিন যাত্রীবাহী বাসসহ সকল গণপ‌রিবহন বন্ধ রাখতে বিআরটি‌এ‌কে চি‌ঠি দেওয়া হয়ে‌ছিল। ত‌বে জনজীবন স্বাভা‌বিক রাখতে সরকারের স‌র্বোচ্চ পর্যা‌য়ে সিদ্ধান্তে এ নির্দেশনায় প‌রিবর্তন এসেছে।

ক‌রোনার বিস্তার রোধে ২৫ মার্চ মধ‌্যরাত থেকে ৬৭ দিন বন্ধ রাখার পর গত ১ জুন থেকে চলছে বাসসহ যাত্রীবাহী যানবাহন। স্বাস্থ‌্যবি‌ধি ও সামা‌জিক দূরত্ব মানতে বা‌সে অর্ধেক আসন খা‌লি রাখা হচ্ছে। ভাড়া বেড়েছে ৬০ ভাগ। আসন্ন ঈদযাত্রায় একইভাবে চলবে গণপ‌রিবহন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!