খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে’র বক্তব্যে প্রধান উপদেষ্টা
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

ঈদের শুভেচ্ছা বার্তায় যা বললেন তামিম-মাহমুদউল্লাহ-হৃদয়রা

ক্রীড়া প্রতিবেদক

মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুটি আনন্দ উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। দেশব্যাপী সোমবার (৩১ মার্চ) এই ‍বিশেষ দিনটি পালন করছে সর্বস্তরের মানুষ। বাংলাদেশের ক্রিকেটাররাও আনন্দঘন উৎসবে মেতে উঠেছে। পরিবারের সঙ্গে ঈদ কাটানো মুহূর্ত ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানাচ্ছেন তারা।

গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন করছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। নিজের বাবার সঙ্গে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম, একজীবনে আর কি লাগে! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

কিছুটা সুস্থ হওয়ার পর বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন তামিম ইকবাল। ঈদ উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’

এদিকে পরিবারের সঙ্গে ছবি প্রকাশ করে লিটন দাস লিখেছেন, ‘উৎসবে মাতোয়ারা সবাইকে ঈদ মোবারক। এই উপলক্ষ্য আমাদের আরও বিনয়ী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল করে তুলবে বলে প্রত্যাশা। একসঙ্গে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারব।’

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ঈদ উদযাপন, আলহামদুলিল্লাহ অনুভূতিটা অসাধারণ। সবশেষে বলতে চাই সবার ঈদ কাটুক আনন্দ ও নিরাপদময়।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!