খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন হয়েছেন মাশরাফি।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে। ফোরামটি এমন তারকাদের নির্বাচন করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখছে।

সেই লক্ষে ২০২১ সালের ১০ তরুণ নেতা খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১১২ জনকে নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন ১০ তরুণ নেতা। তাদের মধ্যে মাশরাফিও ছিলেন।

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তরুণ নেতারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি বিন মর্তুজা ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তাকে নড়াইল এক্সপ্রেস বলা হয়। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল তিনি। চলতি বছর অবসরের ঘোষণা দেন মাশরাফি। বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তিনি নড়াইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!