খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২
নগর আ’লীগের বর্ধিত সভায়

ইস্টার্ণগেট হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও শাস্তি নিশ্চিত করতে আ’লীগের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পুলিশের দুর্বলতার কারনে সম্প্রতি মশিয়ালীতে একটি দুঃখ ও ন্যাক্কারজনক ঘটনার মধ্যদিয়ে ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যা অনাকাঙ্খিত এবং নিন্দনীয়। আ’লীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একটি সুবিধাবাদি চক্র দলের ভিতরে অনুপ্রবেশ করে তাদের স্বার্থ হাসিলের জন্য দলের ক্ষতি সাধন করে। তাদের সম্পর্কে আমাদের আরও সজাগ থাকতে হবে। অপরাধীর কোন দল থাকতে পারে না, অপরাধী বা হত্যাকারী যেই হোক না কেন তাদের কোন ধরনের ছাড় দেয়া হবে না। মশিয়ালীতে পুলিশ প্রশাসনের আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। তিনি প্রশাসনের নিকট আহবান জানিয়ে বলেন আগামী ৭দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করে অপরাধীদের দ্রুত ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা মহানগর আ’লীগের (দৌলতপুর, খানজাহান আলী ও খালিশপুর থানা) বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম উচ্চারণ করেন।

সভায় বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, নূর ইসলাম বন্দ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শেখ ইউনুস আলী, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাসার, শহিদুল ইসলাম বন্দ, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, এসএম আনিসুর রহমান, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মফিজুর রহমান লিটন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর ডালিম, কাউন্সিলর শেখ শামসুদ্দীন প্রিন্স, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, মোরশেদ আহমেদ মনি, শফিউল্লাহ, মোঃ জাকির হোসেন, মোঃ শাহাবউদ্দীন আহমেদ, ইউসুফ আলী খলিফা, আব্দুর রউফ মোড়ল, শাহাদাৎ হোসেন মিনা, তরফদার মনিরুল ইসলাম, মোঃ আসিফুর রশিদ, জিয়াবুল আলম খান খোকন, শেখ মফিজুর রহমান হিরু, হায়দার আলী মোল্যা, জিয়াউর রহমান, মোঃ আসলাম আলী, আলী আহমেদ, মোঃ ইমরুল হোসেন, খ.ম লিয়াকত আলী, শেখ কিসমত আলী, শেখ আব্দুল হক, মোঃ রেজাউল শেখ, মাকসুদ হাসান পিকু, মেখ ওয়াহিদুজ্জামান, মোঃ জাফর ইকবাল মিলন, এসএম মনিরুজ্জামান মুকুল, মোঃ হারুনুর রশিদ, আবু জাফর, মোড়ল হাবিবুর রহমান ও দাউদ হায়দার প্রমুখ।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!