ইসরায়েলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক ধর্মীয় উৎসব চলাকালে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত শতাধিক। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থার (এমডিএ) পক্ষ থেকে বলা হয়, আহতদের উদ্ধারে এমডিএ কাজ করছে। আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যেতে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও ছয়টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। আহতদের সরিয়ে নিতে এবং উপাসনায় জনশূন্য করতে কাজ করছে ইসরায়েল পুলিশ ও দেশটির প্রতিরক্ষা বিভাগের সেনারা।
ঘটনাস্থলের ফোন সেবা ঠিক মতো কাজ করছে না। সেখানে হাজার হাজার মানুষ তাদের পরিবার-স্বজন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো একসঙ্গে ফোন করার চেষ্টায় থাকায় এই অবস্থারি সৃষ্টি হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। হতাহতদের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানিয়েছেন।
করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বড় উৎসব হিসেবে মেরোন পাহাড়ের পাদদেশে লাগ বি’ওমের পালিত হচ্ছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও হাজার হাজার মানুষ ওই উৎসবে যোগ দিয়েছেন।
খুলনা গেজেট/কেএম/এনএম