ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও হামাস সদস্যদের হামলা পরিকল্পনার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে তুর্কি পুলিশ। মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (MIT) এবং ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের কাউন্টার টেররিজম ব্যুরো দেশটিতে বিদেশী নাগরিকদের হামলা, অপহরণ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এদের গ্রেপ্তার করে।
আঙ্কারা পুলিশ অপারেশন মোল নামে একটি অভিযানে সারা দেশের আটটি প্রদেশ থেকে এ সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মূলত তুরস্কে হামাস সদস্যদের হামলা করাই ছিল এ গুপ্তচরদের প্রধান লক্ষ। জানা যায়, ৩৩ জন আটকের পর আরও ১৩ সন্দেহভাজন পলাতককে খুঁজছে পুলিশ। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক রিপোর্টে বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো তুরস্ক সহ মধ্যপ্রাচ্য জুড়ে হামাস নেতাদের হত্যা করার জন্য কাজ করছে। এর কয়েকদিন পরই একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার ফোনালাপ ফাঁস করে। যেখানে তিনি, কাতার, তুরস্ক এবং লেবানন সহ বিশ্বের “প্রতিটি স্থানে” হামাসের নেতাদের হত্যার ব্যাপারে ইসরায়েলের পরিকল্পনার কথা বলেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্কে হামাসের কোন সদস্যকে ইসরায়েল আঘাত করলে এর অনেক বড় মূল্য দিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ারলিকায়া জানান, অভিযানের সময় কর্তৃপক্ষ প্রায় এক লাখ ৬৫ হাজার ১০৫ ইউরো, একটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র এবং ডিজিটাল উপকরণসহ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা জব্দ করেছে।
খুলনা গেজেট/ এএজে