খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু
মৃতের সংখ্যা বেড়ে ১৮৩, আহত সহস্রাধিক

ইসরায়েলি হামলায় আরও ১৩ শিশুসহ ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত কয়েক ডজন আহত হয়েছেন। হামলায় অন্তত দুটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় হামাস প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ারের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় ৪১ শিশুসহ এ পর্যন্ত মোট ১৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে দুই শিশুসহ এ পর্যন্ত নিহত হয়েছেন ১০ জন ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে বৈঠকে বসছে। এছাড়া, এ সহিসংসতা বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। আজ এক টুইট তিনি বার্তায় জানান,আগামী মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে এ বৈঠকের আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘চলমান সহিংসতা বন্ধে ইইউ কীভাবে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে, আমরা সে বিষয়ে আলোচনা ও সমন্বয় করব।’

অন্যদিকে ইসরায়েলকে ‘জাতিবিদ্বেষী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য আলেক্সান্ড্রিয়া অকাসিও-কর্টেজ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘জাতিবিদ্বেষী রাষ্ট্রগুলো গণতান্ত্রিক নয়।’

আলজাজিরা ও এপি’র অফিসে ইসরায়েলি হামলার ভিডিও শেয়ার করে তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্রের মদদেই এমনটা ঘটছে। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন যদি মিত্রের সামনে গিয়েই দাঁড়াতে না পারে, তাহলে কার সামনে দাঁড়াতে পারবে? মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর কথা কীভাবে দাবি করবে তারা?’

চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইসরায়েল ও হামাসের মধ্যে সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কোনো ভূমিকা না রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!