খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ইরানে শিয়া মাজারে আবারো প্রাণঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী শিরাজে একটি মাজারে হামলায় অন্তত একজন নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে। এক বছরের মধ্যে মাজারটিতে এটি ছিল দ্বিতীয় প্রাণঘাতী হামলা। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সশস্ত্র উগ্রবাদী গ্রুপ আইএসআইএল (আইএসআইএস) তাদের আমাক ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

ইরানের ইসলামিক রেভুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বাউলি রাষ্ট্রীয় মিডিয়ায় বলেছেন, এক বন্দুকধারী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শাহ চেরাগ মাজারে ঢুকে ‘সন্ত্রাসী’ হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীর কাছে একটি অ্যাসাল্ট রাইফেল এবং ২৪০টি বুলেটসহ আটটি ম্যাগজিন ছিল। তাকে আটকের আগেই ১১টি গুলি তিনি করে ফেলেছিলেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, লোকজন মাজারের বাইরে আতঙ্কে দৌড়াচ্ছেন। মাজারের দেয়াল এবং জানালাগুলোতে বুলেটের দাগ রয়েছে।

মাজারটি ফার্স প্রদেশে অবস্থিত। এটি শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান। ২০২২ সালের ২৬ অক্টোবরেও একই ধরনের হামলা হয়েছিল। ওই সময় এক বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা করেছিল। তাতে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছিল। পরে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিল।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!