চলমান হিজাব বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ইরানকে ‘স্বাধীন’ করার ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর স্পষ্ট জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বাইডেনের উদ্দেশ্যে বলেন, ইরান আরও ৪৩ বছর আগেই স্বাধীন হয়েছে। সম্প্রতি জো বাইডেন এক বার্তায় বলেন, ইরান স্বাধীন হোক। চিন্তা করবেন না আমরা ইরানকে মুক্ত করব। তারা নিজেরা নিজেদের স্বাধীন করবে খুব শিগগিরই।
তবে বাইডেনের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট পাল্টা ঘোষণায় জানিয়ে দিয়েছেন, ইরান ১৯৭৯ সালেই স্বাধীন হয়েছে। উল্লেখ্য, ওই বছর ইরানে ইসলামিক বিপ্লবের মাধ্যমে পশ্চিমাপন্থী সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার। সেই ঘটনাকেই স্বাধীনতা অর্জন বলে আখ্যায়িত করেছেন রাইসি। টেলিভিশনে তিনি বলেন, বাইডেনের হয়তো মনোসংযোগের অভাব আছে।
তিনি বলছেন, আমাদের উদ্দেশ্য ইরানকে মুক্ত করা। কিন্তু মিস্টার প্রেসিডেন্ট, ৪৩ বছর আগেই ইরান স্বাধীন হয়েছে। এরপর রাইসি আরও বলেন, ইরান আর কখনও আপনাদের দাসত্ব করবে না। আমরা আর দুধ দেয়া গরু হব না।
মূলত ইরানের পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহাসা আমিনির মৃত্যু ঘিরে উত্তাল দেশ। হিজাব বিরোধী প্রতিবাদে সোচ্চার দেশের বিভিন্ন স্তরের মানুষ। সেদেশের একনায়ক শাসক খামিনির বিরুদ্ধে উঠেছে স্লোগান। এই হিজাব বিরোধিতার জেকে ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে চলছে গণ গ্রেপ্তার। যদিও ইরানের সরকারের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের উস্কানি।