খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

তত্ত্বাবধায়ক সরকারে প্রধানমন্ত্রীর নাম চেয়ে ইমরান ও শাহবাজকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

পার্লামেন্ট ভেঙে দেয়ার পর নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম আহ্বান করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এ জন্য তিনি পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ও প্রধানমন্ত্রী ইমরান খান ও ভেঙে দেয়া পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের কাছে সম্ভাব্য প্রার্থীর নাম চেয়ে চিঠি লিখেছেন। সংবিধানের ২২৪-এ(১) ধারার অধীনে এই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে বলে খবর দিয়েছে অনলাইন ডন। জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক বলে তা খারিজ করে দেয়ার পর রোববার প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্ট ভেঙে দেন। এরপর সোমবার তিনি ইমরান খান ও শাহবাজ শরীফকে ওই চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন- রোববার সংবিধানের ৫৮(১) ধারার অধীনে কেন্দ্রীয় সরকার ও জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োজিত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সংবিধানের ২২৪-এ(৪) অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ইমরান খান। চিঠিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার সঙ্গে পরামর্শক্রমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট আরিফ আলভি আরও বলেন, জাতীয় পরিষদ ভেঙে দেয়ার তিন দিনের মধ্যে যদি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা প্রার্থী মনোনয়নে একমত না হন তাহলে তারা দুজন নমিনি দিতে পারবেন। বিদায়ী জাতীয় পরিষদের আটজন সদস্য অথবা সিনেট অথবা উভয়ের আটজন সদস্য নিয়ে স্পিকার একটি কমিটি গঠন করবেন। তাতে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের সমান সংখ্যক প্রতিনিধি থাকবেন। এই কমিটির সদস্যদেরকে মনোনীত করতে হবে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকে। সংবিধানের ২২৪-এ(১) ধারার অধীনে সংবিধান প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সঙ্গে পরামর্শক্রমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্টকে।

একে বেআইনি আখ্যায়িত করে এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন শাহবাজ শরীফ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে আইন লঙ্ঘন করেছেন। তারা কিভাবে বিরোধীদের কাছে আসে? এ নিয়ে সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফকে পাশে রেখে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, কিভাবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হবে এবং কিভাবে একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে হবে সংবিধানে তা বলা আছে। কিন্তু সেই পদক্ষেপগুলোকে ডিঙিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, যখন কোনো হাউজই (পার্লামেন্ট) নেই, তখন কিসের নেতা আর কিসের বিরোধী দল। ভোটে না দিয়ে অনাস্থা প্রস্তাবকে আস্তাকুড়ে নিক্ষেপ করা যায় না।

রাজধানী ইসলামাবাদে বিদায়ী তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিরোধীদের এসব অভিযোগ আমলেই নিচ্ছেন না। তিনি বলেছেন, দেশ এখন আগামী নির্বাচনের আবহে আছে। বিরোধীরা সরকারের কর্মকা-কে অসাংবিধানিক বলে যে অভিযোগ উত্থাপন করেছে তিনি তা প্রত্যাখ্যান করেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!