খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

ইমরানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এবার আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালত সোমবার (২২ আগস্ট) এ-সংক্রান্ত নোটিশ গ্রহণ করেন। খবর জিও নিউজের।

সাবেক এই প্রধানমন্ত্রীকে জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকির অভিযোগে আদালত অবমাননার নোটিশ জারির সিদ্ধান্ত নেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের রেজিস্ট্রার বিষয়টি উত্থাপন করলে অন্য বিচারকদের সঙ্গে আলোচনার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিচারপতি মোহসিন আখতার কায়ানি, বিচারপতি বাবর সাত্তার ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) এ শুনানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার পরদিনই আদালত অবমাননার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়।

গত শনিবার (২০ আগস্ট) রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান এ হুমকি দেন বলে পরদিন করা মামলায় অভিযোগ করা হয়। তাঁকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের লিখিত অনুমোদন চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ মামলায় সোমবার (২২ আগস্ট) তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি।

ইসলামাবাদের ওই সমাবেশে উপস্থিত ছিলেন দাবি করে ম্যাজিস্ট্রেট আলি জাভেদ হুমকির অভিযোগটি আনেন। তার অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানা-পুলিশ রোববার (২১ আগস্ট) রাত ১০টায় এ এজাহার করে।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে রোববার (২১ আগস্ট) রাত থেকে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। সোমবার (২২ আগস্ট) সকালে তার বানিগালা বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে ‘রেড লাইন’ ছাড়িয়ে না যেতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!