ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আযহার পর অনার্স ও মাস্টার্সের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোনো বিভাগ একইসময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা শুরুর আগে প্রশাসনকে অবগত করতে হবে।
শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ঈদের পরের সপ্তাহ থেকে পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বিভাগগুলো সেশনের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা নেবে। সশরীরে নাকি অনলাইনে সেটা স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবেন। অধিকাংশ বিভাগ সশরীরে নেওয়ার পক্ষে সুপারিশ করেছে। তবে সরকারী সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে।