করোনা পরিস্থিতি অবনতির কারণে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। এই পরিস্থিতিতে লকডাউনের ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর অবস্থা খুবই শোচনীয়। অনেকেই কর্মসংস্থান হারিয়ে হয়ে পড়েছেন অসহায়। তাদের পাশে দাঁড়ানোর মত তেমন কেউ নেই। এমন অবস্থায় পবিত্র রমযান মাসে ইফতার সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রথম ধাপে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এমন সুবিধাবঞ্চিত ২৫০ পরিবারের মাঝে দশ দিনের ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। এই ১০ দিনের ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিঁড়া, চিনি, আলু, ছোলা, মুড়ি, স্যালাইন।
ক্লাব সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে খুলনায় অবস্থানরত অসচ্ছল খুবি শিক্ষার্থীদের বাসায় ১৫ দিনের ইফতার সামগ্রী পৌছে দেওয়া হবে। এছাড়া তৃতীয় ধাপে খুলনার বাইরে যেসকল অসচ্ছল শিক্ষার্থী আছে তাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৫ দিনের ইফতার সামগ্রী কেনার টাকা পাঠিয়ে দেওয়া হবে।
সংগঠনের সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় বলেন, বর্তমানে লকডাউন থাকার কারণে সমাজের এক শ্রেণীর মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। তারা হয়তো ঠিকমত ইফতারটুকুও করতে পারছে না। এসব সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এ কাজে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া হয়তো আমাদের এ প্রচেষ্টা কখনও সফল হতো না।
খুলনা গেজেট/এমএস