ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর সভাপতিত্বে হুগলী বিস্কুট কোম্পানি লিঃ এর মালিক-শ্রমিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) মুজগুন্নী পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, হুগলী বিস্কুট কোম্পানি বন্ধ থাকায় তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে কারখানার মালিক আর্থিক সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ করেন। তবে মালিক যত দ্রুত সম্ভব শ্রমিকের সকল বকেয়া পরিশোধ করবেন বলে জানান। পুলিশ সুপার কানাই লাল সরকার মালিক-শ্রমিকের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।
পুলিশ সুপার তাদের উভয় পক্ষকে শান্তি পূর্ণভাবে সকল সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় আই পি-৬ খুলনা সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
সভায় হুগলী বিস্কুট কোম্পানি লিঃ মালিক মোসাঃ সাফরুন্নেসা শ্রমিক নেতা কাজী মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও আই পি-৬ খুলনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।