রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতেছিল ইন্টার ইউনিভার্সিটি ড্যান্স সিজন-6 কে কেন্দ্র করে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে এ ড্যান্স প্রতিযোগিতায় অংশ নেয় ৭ টি ইউনিভার্সিটি’র একাধিক শিক্ষার্থী। এর মধ্যে ঢাকার ৫টি ও খুলনার দুটি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ ইন্টার ইউনিভার্সিটি ড্যান্স সিজন-6 ‘র আয়োজক।
আয়োজক কমিটির অন্যতম সদস্য কৌশিক হালদার খুলনা গেজেটকে বলেন, ধ্রুপদী থেকে প্রতি বছরের ন্যায় এবারও ইন্টার ইউনিভার্সিটি ড্যান্স-6 আয়োজন করেছি। এবারের আয়োজনটা একটু ভিন্ন, কারণ ৫ ই আগস্টের পর এটা ইউনিভার্সিটি’র প্রথম প্রোগ্রাম। আর এই প্রোগ্রামকে কেন্দ্র করে ইউনিভার্সিটি’র শিক্ষার্থীসহ দর্শকদের ভিতর অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। ঢাকা থেকে পাঁচটা ইউনিভার্সিটি এসেছে। খুলনা থেকে দুইটা ইউনিভার্সিটি অংশ নিয়েছে। ইতিপূর্ব এতগুলো ইউনিভার্সিটি কখনও পার্টিসিপেট করেনি।
তিনি বলেন, সাহিত্য বা শিল্পকলা মানুষের মনন বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবাই যেহেতু ইঞ্জিনিয়ার তাই সবার মন মানসিকতা রোবোটিক বা যান্ত্রিক। সেই যান্ত্রিক মনে একটু উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য প্রতিবছর আমরা চেষ্টা করে থাকি এই আয়োজন করার জন্য।
খুলনা গেজেট/কেডি