সুযোগটা কাজে লাগালেন তিনি। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই বাজিমাত। অবশ্য ম্যাচ শুরু হওয়ার আগে কে ভেবেছিল ব্যাট হাতে এমন তান্ডব চালাবেন ঈশান কিশান। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই ওপেনার।
এই ডাবল সেঞ্চুরিতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ঈশান। ১২৬ বলে তার গড়া এই কীর্তি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি।
ওয়ানডে ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল। তার ব্যাটেই টস হেরে ব্যাট করতে নামা ভারত এ রিপোর্ট লেখার সময় পাহাড়সম রানের দিকে ছুঁটছে। ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে তারা তুলেছে ২৯৫ রান। বিরাট কোহলি রয়েছেন ৮৫ রানে।
দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। ২৪ চার ১০ ছক্কায় ২০ রান করে অপরাজিত রয়েছেন এই ওপেনার।
অন্যপ্রান্তে বিরাট কোহলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম অর্ধ-শতক। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার সাগরিকার বুকে পেলেন দারুণ এক ফিফটির দেখা। রিপোর্ট লেখা পর্যন্ত তিনিও ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন ঈশানকে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে প্রথম সাফল্য এনে দেন শিখর ধাওয়ানকে ফিরিয়ে।