খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভাংচুর : সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির রোমে পাসপোর্টের বয়স সংশোধনের দাবিতে বাংলাদেশ দূতাবাসে ভাংচুর চালিয়েছে দেশটিতে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশি। স্থানীয় গণমাধ্যমের দাবি, বিক্ষোভ দমাতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে দূতাবাস ভবনের সামনে ভিড় করেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। মানববন্ধনের একপর্যায়ে উত্তেজিত হয়ে ভেতরে ঢুকে পড়েন কয়েক ডজন বিক্ষোভকারী। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনটির দরজা ও মূল্যবান আসবাবপত্র। বিক্ষোভ ঠেকাতে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ।

১৫ দিনের মধ্যে পাসপোর্ট সংশোধন না হলে আত্মহত্যার হুমকিও দেন অনেকে। বিক্ষোভকারীদের দাবি, ইউরোপে অন্তত ১০ হাজার বাংলাদেশির পাসপোর্টে বয়সসহ নানা ধরনের ভুল রয়েছে, যা সংশোধন করতে হিমশিম খাচ্ছেন তারা।

এদিকে রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে টানা সাড়ে ৪ ঘণ্টার দেন-দরবার করে বিক্ষোভকারীরা। তারা বাংলাদেশের সরকার প্রধান বরাবর দুটি স্মারকলিপিও দিয়েছেন।

সূত্র : চ্যানেল ২৪




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!