খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

ইজিবাইকের ধাক্কায় সড়কে পড়ে বাস চাপায় ভ্যান চালকের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সামনে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আজিদ আলী। সে উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘ভ্যান চালিয়ে আজিদ যোগীপাড়া থেকে শেখপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়ে যান আজিদ। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আজিদের মৃত্যু হয় ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!